চট্টগ্রাম: ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকার মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম।
শনিবার (৬ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধেও সিপিবি সাহস ও দৃঢ়তার সাথে সংগ্রাম করে চলেছে। আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কঠিন ও জটিল পথ পরিক্রমায় নানামুখী তৎপরতায় সিপিবি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’
বক্তারা আরো বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের সব কাঠামো ভেঙ্গে ফেলেছে। স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারছে না। লেখক, কার্টুনিস্ট, সাংবাদিক, ছাত্রদের আজকে ডিজিটাল আইনে গ্রেফতার করে জেলে রেখে নির্যাতন করা হচ্ছে। সরকার সুপরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিবি বর্তমানে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারসহ দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। দেশ ও জাতির কাংখিত মুক্তির জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সিপিবি কাজ করে যাচ্ছে।’
সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য মছি উদ দৌলা, মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, জেলা কমিটির সদস্য রেখা চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দিলীপ নাথ, রাহাত উল্লাহ জাহিদ, আবু তাহের, শওকত আলী, সেহাব উদ্দিন সাইফু ও শিমুল ধর প্রমুখ।
সমাবেশ শেষে একটি লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়।
প্রেস বার্তা