চট্টগ্রাম: তেল বাজারজাতকরণে কারসাজিতে চূড়ান্ত সাকসেস হতে পারলো না সাকসেস অয়েল।
৫০০ মিলি লিটার লেখা বোতলে ৪৩০ মিলি লিটার তেল, এক লিটার বোতলে ৯০০ মিলি লিটার তেল ও পাঁচ লিটার বোতলে চার লিটার তেল দেয় প্রতিষ্ঠানটি।
এভাবেই তেল বাজারজাতকরণে জালিয়াতি করছিল সাকসেস অয়েল।
একই সাথে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে তেলের নমুনা পরীক্ষা করে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহার করছিল।
এ সব অপরাধে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার সাকসেস অয়েলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
এর সাথে প্রায় ত্রিশ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, বোতল ও লেবেল ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত তদারকিমূলক কার্যক্রমে এ সব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।