চট্টগ্রাম: ‘সরকার রাষ্ট্রায়ত্ব জুট মিল বন্ধ করে শ্রমিকদের জীবিকায় হস্তক্ষেপ করেছে। একই সাথে বকেয়া মজুরী দেবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের হয়রানিসহ নির্যাতন বাড়িয়েছে। এমনিতেই কর্মহীন শ্রমিকদের অবস্হা বেশ খারাপ। এর ওপর বিধি-নিষেধ এবং রমজানের দ্রব্যমূল্যের উর্ধমূল্য শ্রমিকদের জীবন বিপদজ্জনক মাত্রায় এসে দাঁড়িয়েছে। অথচ বেহাল এ অবস্হায় দূর্নীতি লুটপাট বন্ধ হচ্ছে না। দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্ত পাটকলের শ্রমিকদের মজুরী সরকার দিচ্ছে না। সামনে ঈদ, কিন্ত বদলী শ্রমিক ও দুই নাম জটিলতায় শ্রমিকদের এখনো মজুরী পরিশোধ হয়নি। সরকার শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। সরকার লুটেরা দের, শ্রমিকদের নয়। ঈদের পূর্বে ৫ মের মধ্যে শ্রমিকদের মজুরী প্রদানের ঘোষণা না হলে আমরা সংগঠন থেকে লাগাতার কর্মসূচি দেব।এরপরের দায়িত্ব সরকারকে নিতে হবে।’
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শনিবার (১ মে) বিকালে আমিন জুট মিলস’র দক্ষিণ গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট আমীর আব্বাস।
এতে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম নেতা অপু দাশ গুপ্ত, গণমুক্তি ইউনিয়নের নজরুল ইসলাম, পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র ঐক্যের সত্যজিৎ বিশ্বাস ও দিলীপ দাশ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক ভিকি মজুমদার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম আহ্বায়ক তিতাস চাকমা, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এ্যানি চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল খালেক, বদলী শ্রমিক বেলাল হোসেন, মো. হানিফ, মো. তানসেন, আব্দুর রহমান প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব কামাল উদ্দিন।