ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার, যা মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া দুই টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে করা হয়েছে তিন টাকা। আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া দুই টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে দুই টাকা ৬০ পয়সা করা হয়েছে।
দুই ক্ষেত্রেই ভাড়া বেড়েছে অন্তত ৩০ শতাংশ। লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটির সুপারিশে এ নতুন হার চূড়ান্ত করা হয়েছে বলে মঙ্গলবার (১৬ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এ ছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে৷ নতুন এ ভাড়া মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
Facebook Comments Box