চট্টগ্রাম: মেধাবী শিক্ষার্থীদের হাতে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯’ এর ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ উপলক্ষে বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দামপাড়াস্থ সিএমপি লাইন্স কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজনন করা হয়। এতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ২০১৯ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হলেও বর্তমানে করোনা ভাইরাসের কারণে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক আলাদাভাবে পুরস্কার প্রদান করা হয়। এ বছর সিএমপির পক্ষ থেকে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী ১৮ জন শিক্ষার্থীর হাতে মোট দুই লাখ ৭৬ হাজার টাকার আর্থিক সম্মাননা, সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ রিলিজ