ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১২৪ কোটি টাকা ব্যয়ে শেওলা স্থল বন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হচ্ছে

পরম বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার, সিলেট: নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে পুরো দেশের চেহারা পাল্টে যাবে। এখন প্রতিটি প্রকল্প স্বচ্ছভাবে পরিচালিত হওয়ায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।’

প্রতি মন্ত্রী শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সীমান্তবর্তী শেওলা স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বলেন।

বাংলাদেশ স্থলব ন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কাস্টমস কমিশনার রাশেদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক কাজি এম এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, ইউএনও মৌসুমী মাহবুব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ আরো বলেন, ‘গ্রামীণ উন্নয়নে প্রতিনিয়ত নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র এক সাথে চালাতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ১২৪ কোটি টাকা ব্যয়ে শেওলা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১ এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হতে পারে।

উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে প্রতিমন্ত্রী শেওলা বন্দর ঘুরে দেখেন।

খবর পিআইডির

Facebook Comments Box