ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৩ সমাপ্ত

ঢাকা
মার্চ ৪, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: চার দিনব্যাপী ‘১২তম টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৪ মার্চ) আর্মি গলফ ক্লাব ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১ মার্চ হতে শুরু হওয়া এ টুর্নামেন্ট উদ্বোধন করেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।

প্রতিযোগিতায় দেশি/বিদেশী খেলোয়াড়সহ মোট ৭৫৫ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল মো. ইকরামুল ইয়াসিন চ্যাম্পিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অব.) ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুদ্দিন (অব.) সিনিয়র উইনার, হাফিজা সুলতানা সাথী লেডি উইনার ও মাস্টার সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তি; আর্মি গলফ ক্লাবের সদস্য; খেলোয়াড় ও গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box