সীতাকুণ্ড, চট্টগ্রাম: জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সীতাকুণ্ড থানা শাখার উদ্যোগে রোববার (৯ মে) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড থানার ভাটিয়ারীতে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহকারী পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এতে দেশ ও জাতির কল্যাণ ও সারা বিশ্ব করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিও গবেষক ও জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল মোস্তাকিম গিয়াস, দৈনিক স্বদেশ বিচিত্রা সোনাগাজী প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী প্রমুখ।
প্রেস বার্তা