ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে হাফেজ নগর দরবারে ওরশ শরীফ বুধবার

চন্দনাইশ, চট্টগ্রাম
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ, চট্টগ্রাম: আলে রাসুল (দ.) বাহারুল উলুম হাফেজ আউলিয়া হযরত হাফেজ মাওলানা ক্বারী ছুফী ছাইয়্যিদ ফজলুর রহমান হাফেজ নগরীর (ক.) ৯০তম ওরশে হাফেজ নগরী আগামী বুধবার (১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়াস্থ হাফেজ নগর দরবার শরীফে এ ওরশ অনুষ্ঠিত হবে।

তানযীমূল মুহ্বিবান ফদ্বল-আর-রাহমান কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ওরশ মোবারকে সাজাদ্দশীন আওলাদে পাক হযরতুলহাজ্ব ছুফী ছাইয়্যিদ ফরীদুল আনোয়ার হাফেজনগরী (দামাত বারাকাতুহুম আলীয়া) সকলের প্রতি ঈমানী রুহুানী দাওয়াত পেশ করেছেন।

প্রেস বার্তা

Facebook Comments Box