হাটহাজারী, চট্টগ্রাম: বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ হাটহাজারী উপজেলা শাখা সুবিধা বঞ্চিত মানুুুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদের ডাক বাংলোতে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী জাগৃতি ক্লাবের সভাপতি লোকমান চৌধুরী, হাটহাজারীর আওয়ামী লীগ নেতা মো. আজম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের।
সংগঠনের সভাপতি প্রণব কুমার মহাজনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবদুল আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সহ সভাপতি মো. আবদুল খালেক, যুগ্ম সম্পাদক সনাতন চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক এসএম মাহফুজুর রহমান, মহিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শিক্ষক প্রকৌশলী খোরশেদ আলম, মনির আহমেদ, মহিম পারভেজ, প্রকৌশলী জয়নাল আবেদীন শাওন, প্রকৌশলী লিটন, প্রকৌশলী জাবেদ, প্রকৌশলী রুবেল বড়ুয়া প্রমুখ।
প্রেস নিউজ