ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে নাবালিকা শিশুকে ব্ল্যাকমেইল করে যৌন নিপীড়নকারী শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকা থেকে অশ্লীল ছবিসহ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের দায়ে যৌন নিপীড়নকারী এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া দশটার দিকে আয়াতুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। সে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লকের ফয়জুল হকে পুত্র।

র‌্যাব-৭ জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম শহরের নিউরন ইংলিশ স্কুলের সাবেক এক শিক্ষক আয়াতুল ইসলাম ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাথরুমের কিছু অশ্লীল ভিডিও ধারণ করে মেয়েটিকে দেখায়। ভিডিওটি তার বন্ধু-বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে প্রায় তিন বছর ধরে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ইমু, মেসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে তার অশ্লীল ছবি পাঠাতে বাধ্য করে আয়াতুল ইসলাম।

দীর্ঘ প্রায় তিন বছর ধরে শিক্ষক আয়াতুল ইসলামের এমন ব্ল্যাকমেইলের স্বীকার হয়ে শিশু মেয়েটি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ে। গোপনে এ ঘটনা জানতে পেরে ঘটনার সত্যতা পাওয়ায় যৌন নীপিড়নকারী শিক্ষক আয়াতুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব ৭।

জিজ্ঞাসাবাদে আয়াতুল ইসলাম নাবালিকা শিশুটিকে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করেছে। যৌন নিপীড়নকারী শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়। তাছাড়া আয়াতুল ইসলামের ফেসবুক ও মেসেঞ্জারে শিশু ছাত্রীটির কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি পাওয়া যায়। আয়াতুল ইসলামের মোবাইল ফোনটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত যৌন নিপিড়নকারী এ শিক্ষকের বিরুদ্ধে হাটহাজারী থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যৌন নিপীড়নকারী আলোচিত শিক্ষক আয়াতুল ইসলাম র‌্যাব-৭ কর্তৃক গ্রেফতার হওয়ার সংবাদে এলাকাবাসী উল্লাস প্রকাশ করেছে বলে জানিয়েছেন মো. আনোয়ার হোসেন ভূঞা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, র‌্যাব-৭।

Facebook Comments Box