ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারির প্রিমিয়ার পাবলিক স্কুলের সিসিটিভি ক্যামেরাসহ সরঞ্জাম চুরি

হাটহাজারী, চট্টগ্রাম
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট প্রিমিয়ার পাবলিক স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে।

বুধবার (২৫) জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।

বুধবার রাতে চোর স্কুলের কলাপসিবল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় চোর সিসিটিভি ক্যমরাসহ মূল্যবান সরঞ্জাম প্রায় প্রায় লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলের পরিচালক মো. আরিফুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মো. আবদুল মোতালেব গণ মাধ্যমকে বলেন, ‘এলাকায় শিক্ষা বিস্তারে আমরা স্কুলটি পরিচালনা করি। কিন্তু কেন জানি স্কুলে বার বার চুরি হচ্ছে। বিষয়টি খুবই রহস্যজনক। আশা করি, প্রশাসন চোরদের খোঁজে বের করবে।’

এ ব্যাপারে হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’

Facebook Comments Box