ঢাকা: মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি নতুন ওয়ান ইউআই ৪ উন্মোচন করেছে, যা প্রাথমিকভাবে গ্যালাক্সি এস২১ এ প্রথম ব্যবহার করা হয়েছে। নতুন এ ইউজার ইন্টারফেসে (ইউআই) রয়েছে উন্নত কাস্টোমাইজেশন অপশন, সেরা প্রাইভেসি ফিচার ও স্যামসাংয়ের বিস্তৃত ইকোসিস্টেম ব্যবহারের সুবিধা। এ ইউআই-তে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। খুব শিগগিরই নতুন ওয়ান ইউআই ৪ আগের গ্যালাক্সি এস ও নোট সিরিজসহ গ্যালাক্সি জেড ও এ সিরিজের স্মার্টফোন ও ট্যাবলেটে পাওয়া যাবে।
ওয়ান ইউআই ৪ ব্যবহারকারীদেরকে নিজেদের চাহিদা অনুযায়ী দুর্দান্ত কাস্টোমাইজ মোবাইল অভিজ্ঞতা ও নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের চমৎকার সুযোগ দেবে। এতে আছে ফটো রিমাস্টারিং ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবির অরিজিনাল প্রপার্টি নিশ্চিতসহ আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। এর নতুন কালার প্যালেট থেকে ব্যবহারকারীরা নিজেদের মত করে আইকন, মেনু ও ব্যকগ্রাউন্ডসহ স্ক্রিনের কনটেন্টের লুক পরিবর্তন করতে পারবেন। এর রিইমাজিনড উইজেট আরো বেশি কাস্টোমাইজ সুবিধা দেয়ার মাধ্যমে ডিভাইসকে অধিক পার্সোনালাইজড করে তুলবে। এ ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীদের জন্য বিস্তৃত পরিসরে কি-বোর্ড থেকে বিভিন্ন ইমোজি, জিআইএফ ও স্টিকার ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও, এর মাধ্যমে নির্ভূল লেখালেখির জন্য স্যামসাং কী-বোর্ডে গ্রামারলি ব্যবহার করা যাবে। উন্নত প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার থাকায় ব্যবহারকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী তথ্য শেয়ার ও গোপন করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিতে কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস চাইলে ওয়ান ইউআই ৪ এলার্ট পাঠাবে। পাশাপাশি, এতে নতুন একটি প্রাইভেসি ড্যাশবোর্ড রয়েছে, যাতে ডিভাইসের সব সেটিংস ও কন্ট্রোল এক জায়গায় থাকে, এতে ব্যবহারকারীরা সহজেই এক স্থান থেকে নিরাপত্তা বিষয়ক সব তথ্য দেখতে পারবেন।
এ ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীরা স্যামসাংয়ের ডিভাইস ও থার্ড-পার্টি অ্যাপের চমৎকার ইকোসিস্টেম থেকে সর্বাধিক সুবিধা পাবেন ও উপভোগ করতে পারবেন দুর্দান্ত মোবাইল অভিজ্ঞতা। শীর্ষ স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গুগল ডুয়ো’র মত থার্ড-পার্টি অ্যাপগুলো ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা পেতে গুগলের মত শিল্প খাতের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। গ্যালাক্সি জেড সিরিজ, গ্যালাক্সি ওয়াচ বা গ্যালাক্সি ট্যাব- ওয়ান ইউআই ৪ ডাটা সিঙ্ক করার সময় সব ডিভাইসে একই লুক দেবে।
এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশনস বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সফটওয়্যার প্ল্যাটফর্ম টিমের প্রধান জাংহিউন ইউন বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে সেরা মোবাইল অভিজ্ঞতার সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ কাস্টোমাইজেশন ও প্রাইভেসি ফিচার সমৃদ্ধ ওয়ান ইউআই ৪ গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দেবে। শিগগির, অন্যান্য স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরাও এ সফটওয়্যার আপডেট থেকে সুবিধা নিতে পারবেন ও নির্বিঘ্নে ইকোসিস্টেম থেকে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবেন।’
এছাড়াও, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে আগের চেয়ে আরো আকর্ষণীয় করতে এতে আছে হাইলাইট রিল ও ফাস্টার ভিডিওর মত দুর্দান্ত সব ফিচার। ধীরে ধীরে সব ডিভাইসে অন্তর্ভুক্ত হতে যাওয়া ওয়ান ইউআই ৪ প্রথমে আসবে গ্যালাক্সি এস২১-এ। এর পাশাপাশি, গ্যালাক্সি ওয়াচ সিরিজের সফটওয়্যার আপডেট ব্যবহারকারীদের স্বাস্থ্য বিষয়ক উন্নত ফিচার ও নতুন লুক দেবে।
নিউজ রিলিজ