চট্টগ্রাম: করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানছে কিনা, তা তদারকির জন্য শনিবার (৩ জুলাই) স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাসিরাবাদের এ্যাপারেল প্রমোটারস লিমিটেড পরিদর্শন করেছেন বিজিএমইএ চট্টগ্রামের নেতৃবৃন্দ।
এ লক্ষ্যে এ্যাপারেল প্রমোটারসের শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এএম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকীসহ স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।
সভায় সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘চলমান সরকারি বিধি-নিষেধের মধ্যেও জীবন জীবিকার স্বার্থে বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে সরকার পোশাক কারখানা চালু রাখার অনুমতি দিয়েছে।’ তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের যথাযথ স্বাস্থ্য বিধি পালন করে কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় রপ্তানীর ধারা অব্যাহত রাখায় শ্রমিক-কর্মচারীদের ধন্যবাদ জানান। স্বাস্থ্য বিধি পালনে কারখানার মালিক-শ্রমিক ও সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
রাকিবুল আলম চৌধুরী জাতীয় অর্থনীতির স্বার্থে পোশাক শিল্প তথা মালিক-শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রেণে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।