চট্টগ্রাম: বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সম্প্রতি স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলে গৌরবময় বিজয় শিরোনামে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহ সভাপতি মোহাম্মদ মসরুর হোসেন।
সানজিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি করেন সংগঠনের সদস্য আবৃতি কর্মী অর্থি, তাহিয়া, পরশ, আবিয়ান, তাসিমুল, মৌরি, মাহমুদা, অদ্রিকা।
প্রেস বার্তা
Facebook Comments Box