চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার (২২ মার্চ) মোট লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৫৮ লাখ টাকা। মোট ২৫ হাজার ১৪২টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৬১ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ১৯১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৬৭৭ দশমিক ৮৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ দশমিক ৮৮তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ দশমিক ১৭তে।
আজ দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮১ হাজার ৮৯৯ দশমিক ৭১ কোটি টাকায়। সিএসইতে ৩৪৩ স্ক্রিপ্টের মধ্যে আজ লেনদেন হয়েছে ২১৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
প্রেস বার্তা