চট্টগ্রাম: গৌরবময় স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশজুড়ে আয়োজন করছে ‘পঞ্চাশে বিজয়ে আবৃত্তি’। পরিষদের চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠান সোমবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটা থেকে চট্টগ্রাম সিটির জামাল খান ওয়ার্ডের চেরাগী পাহাড়ের নন্দন চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকছে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা, একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা। চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের এ আয়োজনে অংশগ্রহণের আহবান জানিয়েছেন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিস্ রুদ্র।
সবার অংশগ্রহণে সফল হোক ‘পঞ্চাশে বিজয়ে আবৃত্তি’র এ আয়োজন।
পবা/এমএ
Facebook Comments Box