চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করায় পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনকে সেরা সংগঠন হিসেবে সম্মাননা দেয়া হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবে চাটগাঁর সংবাদ পত্রিকার নবম বর্ষ পূর্তি অনুষ্ঠানে সেরা সংগঠনের স্বীকৃতি দেয়া হয়েছে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আট আসনের সাংসদ মো. মোছলেম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ।
সভাপতিত্ব করেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. জাসেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ সভপতি জাহেদুল আলম, মো.আলাউদ্দীন, মো. বেলাল, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক মো. পারভেজ।
প্রেস বার্তা