চিরদিন বাজবে দরজায় ঠকঠক
উঠোন জুড়ে বুট জুতার খটখট
কথার খেলাপি তারা আজীবনের
বুলেটের কাছে পরাজিত সৈনিক।
জীবন কথা সস্তা অথবা কতো দামী
হিসেব করে বাঁচা যায় না
অথচ বেঁচে রইলো তারা বেহিসাবি
গুলি কেবল উড়িয়ে নিলো খুলি।
আকাশে এতো যে মুক্ত পাখি
আঁখি মেলে দেখি আর ভাবি
এই আকাশ তোমাদের দান
এই বাতাসে তোমরাই দিলে প্রাণ।
তোমাদের স্মরি, অনুভব তর্জমা করি
নেই কোথাও নেই সে প্রকাশের ভাষা
অসংকোচে জানাই কৃতজ্ঞতা, অঞ্জলী
লও, ক্ষমা করো আমাদের দীনতা।
কবি: আবৃত্তি শিল্প, সদস্য: প্রমা আবৃত্তি সংগঠন
[আপনার লিখা কবিতা এই rinquoctg@gmail.com ই-মেইলে পাঠান। নাম, পরিচিতি, ঠিকানা, ছবি ও মোবাইল নাম্বারসহ। লিখা অবশ্যই ইউনিকোডে হতে হবে]