চট্টগ্রাম: সব ধরনের সূচক পতনের মাধ্যমে সপ্তাহের সূচনা হলো চট্টগ্রামের পূজি বাজারে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সপ্তাহের প্রথম কার্য দিবসে আজ রোববার (২২ নভেম্বর) মোট লেনদেনের পরিমাণ হলো ১৬ কোটি ৩ লাখ টাকা। মোট ৪ হাজার ৯২২টি লেনদেনের মাধ্যমে মোট ৬৭ লাখ ৫৯ হাজার শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৮৬৩ দশমিক ৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০ দশমিক ৬১ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৩ দশমিক ২৬ তে।
দিন শেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬২২ কোটি ৭২ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫ হাজার ১৮৯ কোটি ৫৮ লাখ টাকায়।
সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে রোববার লেনদেন হয়েছে ২৪১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৭ টির, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।