চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার (৩১ জানুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ৮২.) কোটি ৬৭ লাখ টাকা। মোট ১৩ হাজার ৪৪১টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৫৪ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২০০.৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৪৭৪.৯৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ১৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯.২৭তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১.২৮তে।
রোববার দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ২৭১ কোটি ৬০ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮০ হাজার ৩২৭ কোটি ৯৫ লাখ টাকায়।
সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে রোববার লেনদেন হয়েছে ২৩৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টির।
প্রেস বার্তা