চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনের আগের দিন মঙ্গলবার (২৬ জানুয়ারী) কর্মব্যস্ত দিন পার করেছেন।
তিনি কাল বুধবার (২৭ জানুয়ারি) সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে নগরীর বাকলিয়া বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন।
এ দিকে, শাহাদাত হোসেন মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে নিজ বাসায় আসা বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নির্বাচনী বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে দুপুরে নেতাকর্মী ও এজেন্টদের গ্রেফতারে বিষয়ে অভিযোগ দিতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে যান।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক শান্তি প্রিয় দল। আমাদের আস্থা জনগণের উপর, আর জনগণের আস্থা ধানের শীষের উপর, তাই সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হব।’
তিনি আরো বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং জনগনের ভোটের প্রতি আগ্রহী করে কেন্দ্রে নেয়ার জন্য আমরা গত তিন মাস যাবৎ মানুষকে সচেতন করেছি। কিন্তু নির্বাচনের আগমুহুর্তে বহিরাগত সন্ত্রাসী, মাস্তান ও দলীয় ক্যাডার দিয়ে ভোট কেন্দ্র দখলে পরিকল্পনা করছে। প্রশাসনের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মী এবং আমাদের এজেন্টদের গ্রেফতার করে হামলা মামলা অব্যাহত রেখে ভোট ডাকাতির চেষ্টা করছে। তবে নির্বাচন যেভাবেই হোক আমরা মাঠ ছেড়ে যাবো না।’
প্রেস নিউজ