চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন এলাকা হতে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে সুপারি বাগান ১০ নম্বর সমাজ বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. আজি উল্ল্যাহ প্রকাশ রানা (৩২) বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উত্তর পাড়া সাহেরপাগ বেপারী/সর্দার বাড়ীর মৃত ছামাদ সর্দারের পুত্র।
সে বর্তমানে চট্টগ্রামের সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুরের রহিমার বাড়িবাড়ি/রানার বাড়ির তিন নাম্বার সমাজের ছিন্নমুল।
তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আজি উল্ল্যাহর বিরুদ্ধে আকবরশাহ্, সীতাকুন্ড ও বায়েজীদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির জন সংযোগ শাখা জানায়, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল হক, এসআই আবদুল মোমিন, এএসআই নিখিল চন্দ্র দাশ, এএসআই নাসির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আজি উল্ল্যাহকে গ্রেফতার করে।