সীতাকুন্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ভাটিয়ারি এলাকার বিএমএ গেইট সংলগ্ন ডিটি রোড নজির আহম্মদ সওদাগর মার্কেটে সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিন কিরাম খচ্চরঘাটের (দক্ষিন কিরাম কাদেরীয়া মাদ্রাসার পাশে) মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মো. হেলাল উদ্দিন (২৮) এবং চরপাড়ার নুর হোসেনের পুত্র মো. ইসমাইল (৩২)।
র্যাব জানায়, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।