চট্টগ্রাম: চট্টগাম জেলার সীতাকুন্ডের বটতলা এলাকা থেকে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
বটতলার মেসার্স সীতাকুন্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে শনিবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে আটকপূর্বক গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মনির হোসেন (২০) চট্টগ্রামের ভুজপুর হেয়াকো হোসেনের কেলের বাবুল মিয়ার পুত্র।
তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক দাম তিন লাখ ৫৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য ২০ লাখ টাকা।
সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে বলে জিজ্ঞাবাদে জানতে পারে র্যাব।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করেছে র্যাব।