সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকা থেকে সাড়ে তিন লাখ টাকার ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ৯৩ বোতল ইসকাফ সিরাপ উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
সীতাকুন্ডের জোড়ামতল কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত দুইটা পাঁচ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাজি পাড়ার আতাউর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার মো. ইদ্রিস (৩০) ও মুসলিম পাড়ার মৃত এমদাদুল হকের ছেলে ট্রাকের হেলপার মো. মোরশেদ (২১)।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটককৃতদেরকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মো. নূরুল আবছার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব-৭।