সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দুই নম্বর বারইয়াঢালা ইউনিয়নে কৃষক বদিউল আলমের তিন একর জমির পাঁকা ধান কেটে দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল নয়টায় থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উত্তর জেলা, জেলা ও কেন্দ্রীয় কৃষক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী ধান কাটার আয়োজনে অংশগ্রহণ করেন।
সকাল নয়টায় ধান কাটার আয়োজন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ফজলুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার শফিউল আলম, যুগ্ম আহ্বায়ক এমএ হান্নান রানা, দিদারুল আলম ও সেলিম সাজ্জাদ, অ্যাডভোকেট রেজাউল করিম, সদস্য মো. আবছার ও মো. সেলিম, মহানগর কৃষক লীগ নেতা শাহ-জালাল, সদস্য মো. মহসিন চৌধুরী ও আব্দুল মান্নান, ছয় নম্বর ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ প্রমুখ।
কৃষক লীগ সীতাকুণ্ড উপজেলার নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, আনোয়ারুল ইসলাম, মো. মোরশেদ, আব্দুল করিম ভাসানী, মাস্টার আব্দুল সাদেক, রিজোয়ান চৌধুরী, আবু কাদের চৌধুরী, মো. সায়ীদ মিয়া প্রমুখ।
প্রেস নিউজ