সিলেট: নিম্ন মানের খাবার জুটছে সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দীদের। শুধু তা নয়, সেই নিম্ন মানের খাবারও দেওয়া হচ্ছে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম। এছাড়াও কারাগারে বন্দীদের সাথে স্বজনদের দেখা করানোর ক্ষেত্রেও টাকা আদায় করা হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হট লাইনে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে। এর সত্যতাও পেয়েছে দুদক।
নানা অনিয়মের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুদক। দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত টিম বুধবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দুদক টিম খাবারের মানের বিষয়ে বন্দীদের সাথে কথা বলে। বন্দীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং প্রাথমিক পর্যবেক্ষণে নিম্ন মানের এবং প্রাপ্যতার তুলনায় কম পরিমাণে খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম।
দুদক টিম কারাগারে বন্দীদের সাথে স্বজনদের দেখা করানোর ক্ষেত্রে টাকা আদায়ের অভিযোগও খতিয়ে দেখে।
খবর বিজ্ঞপ্তির