ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিনে ক্লাব বিস্তারের ২২ পর্বের অতিথি চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২১ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের সহযোগী সংগঠন সিনে ক্লাব বিস্তারের আয়োজনে অন্তর্জাল ভিত্তিক চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস’ এর ২২তম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায়।

এতে অতিথি থাকবেন চলচ্চিত্র নির্মাতা, সংগীত রচয়িতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর। এ পর্বের আলাপচারিতার বিষয় ‘আমার চলচ্চিত্র ভাবনা।’

তার সঙ্গে এই বাহাস পর্বের আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র কর্মী ও সমালোচক আলম খোরশেদ।

সবশেষে থাকবে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্নোত্তর পর্ব। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে চলচ্চিত্র মোদীরা সবাই সাদরে আমন্ত্রিত।

‘বিস্তার’ এর ফেসবুক পেজ থেকেও এটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিংক: https://www.facebook.com/chittagongartscomplex

প্রেস নিউজ

Facebook Comments Box