চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর অষ্টম মৃত্যু বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২০) সকালে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষকে সাথে নিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর কবর জিয়ারতও করেন।
একই সময়ে রেজাউল করিমের সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তৌহিদুল আনোয়ার, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহবুদ্দিন সর্দার, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা মো. ফারুক, এসএম জামিল।