চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে সিএসই শরিয়াহ্ ইনডেক্স।
পারফরম্যান্স ভালো হওয়ায় চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্স তালিকায় নতুন করে একটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপরীতে পারফরম্যান্স খারাপের দায়ে এ ইনডেক্স থেকে আগের চারটি কেম্পানিকে বাদ দেওয়া হয়েছে।
মোট ১২৯ টি কোম্পানিকে সিএসই শরিয়াহ্ ইনডেক্সের অর্ন্তভুক্ত করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।
নতুন করে যুক্ত হওয়া কোম্পানিটি হলো সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
অন্যদিকে, বাদ যাওয়া কোম্পানগুরো হলো বঙ্গজ লিমিটেড, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস লিমিটেড, ডেল্টা স্পিনারস লিমিটেড এবং মিথুন নিটিং এন্ড ডাইং (সিইপিজেড) লিমিটেড।