চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস আজ সোমবার (২৬ এপ্রিল) মোট ৭১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
মোট ১১ হাজার ৪২১টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ২১ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ৩৮ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৮২৮ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক শুন্য দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ দশমিক ৯৬তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার পাঁচ দশমিক ১৭তে।
আজ সোমবার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ২১০ কোটি ৭২ লাখ টাকা এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২ হাজার ৩৪৭ কোটি ৪৪ লাখ টাকায়।
সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে আজ সোমবার লেনদেন হয়েছে ২৫৫টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
উল্লেখ্য, এ সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার (২৫ এপ্রিল) সিএসইতে মোট ৬২ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।