ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএসইতে রোববার লেনদেন ৬২ কোটি ২২ লাখ টাকা

পরম বাংলাদেশ
মার্চ ৭, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার (৭ মার্চ) মোট লেনদেনের পরিমাণ ৬২ কোটি ২২ লাখ টাকা। মোট ১৩ হাজার ৩টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ২৫ লাখ শেয়ার হাত বদল হয়েছে।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২২৪.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ২০০.৪৩ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২২.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৫.১৪তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮.৬৭তে।

আজ দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৭৭৮ কোটি ৭৪ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮১ হাজার ৩৪ কোটি ৯৬ লাখ টাকায়।

সিএসইতে ৩৪১ স্ক্রিপ্টের মধ্যে আজ লেনদেন হয়েছে ২৩৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

প্রেস বার্তা

Facebook Comments Box