চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ৩৮ কোটি ছয় লাখ টাকা। মোট ১৪ হাজার ৮০৮টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৫ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ৬৮.৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৫.০৭ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৭.১৬ তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬.৬৫তে।
মঙ্গলবার দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৮ কোটি ২৭ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮০ হাজার ৫৯৯ কোটি ৯৬ লাখ টাকায়।
সিএসইতে ৩৪০ স্ক্রিপ্ট এর মধ্যে মঙ্গলবার লেনদেন হয়েছে ২২৭টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
নিউজ রিলিজ