চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ২৫ কোটির৫৬ লাখ টাকা। মোট ৯ হাজার ৮৬০টি লেনদেনের মাধ্যমে মোট ৭৪ লাখ ৭২ হাজার শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৬৫০.৬০ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪.৩৭তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭.৮৫তে।
আজ দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪৫ কোটি ১৮ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮০ হাজার ৬৭৪ কোটি ৯৬ লাখ টাকায়।
সিএসইতে ৩৪১ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২২০টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টির।
নিউজ রিলিজ