চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার (২৮ এপ্রিল) মোট লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৮১ লাখ টাকা। মোট ৯ হাজার ৪১৫টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ২১ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ১২৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৭৯০ দশমিক ৬৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজর ২০৫ দশমিক ৯৫তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার দশমিক ১৮তে।
আজ বুধবার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৯০ কোটি ১৩ লাখ টাকা। এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২ হাজার ৪২৮ কোটি ৪৪ লাখ টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে আজ বুধবার লেনদেন হয়েছে ২৩৮টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
উল্লেখ্য, এ সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) সিএসইতে মোট ৪১ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছিল। দ্বিতীয় কার্য দিবস সোমবার (২৬ এপ্রিল) মোট ৭১ কোটি ৯৭ লাখ টাকা, প্রথম কার্য দিবস রোববার (২৫ এপ্রিল) হয়েছিল মোট ৬২ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন।