চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (১৯ মে) মোট ১২৭ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
মোট ২০ হাজার ৫৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ৫ কোটি ৮৪ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ১৫৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ দশমিক ৪৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৩ দশমিক ৫৪ পয়েন্টে।
বুধবার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ২৩৯ কোটি ১৬ লাখ টাকা। এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮২ হাজার ৭৫০ কোটি ৬৭ লাখ টাকায়।
সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে বুধবার লেনদেন হয়েছে ২৯৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
প্রেস বার্তা