চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের (বিডিইউ) সদস্যদের যৌথ মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় এ মহড়া দামপাড়া পুলিশ লাইনসের এসএএফ মাঠে অনুষ্ঠিত হয়ে। যৌথ মহড়ায় প্রধান অতিথি ছিলেন আর্ল আর মিলার, বিশেষ অতিথি ছিলেন আমেরিকান দূতাবাস ঢাকার রিজিওনাল সিকিউরিটি অফিসার প্রেসটিনা উইলিয়াস ও সিনিয়র কাউন্টার টেরোরিজম এ্যাডভাইজর ক্রিস্টোপার উইনগার্ড।
মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানবীর।
জঙ্গীবাদ দমন, সন্ত্রাস দমন, বন্দী জিম্মিদের উদ্ধার করাসহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় গঠিত সিএমপির ক্রাইসিস রেসপন্স টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এন্টি টেরিজম এসিসট্যান্স (এটিএ) প্রোগ্রামের আওতায় সিআরটি মেন্টরশিপ ও বিডিইউ মেন্টরশিপ ট্রেনিং কার্যক্রম সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে মাসব্যাপী চলছে। যুক্তরাষ্ট্র হতে আগত সোয়াত কমান্ডার, নেভি সিল কমান্ডার, এক্স ইউএস আর্মির দক্ষ প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করছেন।
নিউজ রিলিজ