ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিইউডিএসের ১৮তম ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

চট্টগ্রাম
মার্চ ১, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে ১৮তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ২০২৩ চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বুধবার (১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী ও চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

সিইউডিএসের মডারেটর প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চবির আইন বিভাগের সভাপতি প্রফেসর সিফাত শারমিন, সোস্যাল মিডিয়া ট্রেইনার শাকিব বিন রশিদ, সিইউডিএসের সভাপতি কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক নিলয় খান।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বেনু কুমার দে বলেন, ‘বিতর্ক একটি নান্দনিক শিল্প। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রসঙ্গক্রমে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলাসহ বিভিন্ন শৃজনশীল কর্মকাণ্ডে পারদর্শীতা অর্জন করে বহুমাত্রিক গুণ সম্পন্ন আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।’

তিনি সিইউডিএসের ওয়ার্কশপের সার্বিক সাফল্য কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন।

Facebook Comments Box