ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআরবি অবরুদ্ধ করার ষড়যন্ত্র মেনে নেবে না চট্টগ্রাবাসী

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ও চিরসবুজে ঘেরা চট্টগ্রামের উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি অবরুদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রামের নেতারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, ‘এক দিকে শতবর্ষী গাছ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের অপচেষ্টার পাশাপাশি এখন সিআরবির তিনটি প্রবেশ পথে গেইট নির্মাণ করে সিআরবি এলাকায় সব যানবাহন ও সর্ব সাধারনের চলাচল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষের এমন উদ্ধত্যপূর্ণ কর্মকান্ড বিট্রিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শাসনের শামিল।’

জনস্বার্থ বিরোধী এসব কর্মকান্ড করে রেলওয়ে কোন বেনিয়া গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, তা প্রশ্ন রেখে নেতৃবৃন্দ বলেন, ‘নগরবাসীর শ্বাস নেয়ার অন্যতম প্রাকৃতিক উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি হেরিটেজ ঘোষিত। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। এখানে উন্মুক্ত মঞ্চে বাঙালির পহেলা বৈশাখ থেকে শুরু করে বছর জুড়ে কোন না কোন সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিসেবী, পরিবেশবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রামবাসীর মতামতকে উপেক্ষা করে রেলওয়ের এ ধরনের কর্মকান্ডে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এমন জনপ্রিয় উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংকুচিত করে অবরুদ্ধ করার এ ষড়যন্ত্র চট্টগ্রামবাসীর কোনভাবেই মেনে নেবে না।’

নাগরিক সমাজের নেতৃবৃন্দ আরো বলেন, ‘সেনাবহিনীর নিয়ন্ত্রনাধীন ক্যান্টনমেন্ট এলাকার সড়কও সাধারণ মানুষ ব্যবহার করে। সিআরবি এলাকা কোন ক্যান্টনমেন্টও নয়। নগরবাসীর সাংস্কৃতিক ও বিনোদনের এমন একটি স্থানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করার অপচেষ্টা সাধারণ মানুষের ‘টুটি চেপে ধরা’র শামিল। সিআরবি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ বন্ধের গণ আন্দোলনকে বিভিন্ন প্রলোভন ও মামলার ভয় দেখিয়েও যখন থামিয়ে দিয়ে ব্যর্থ হয়েছে, তখন রেলওয়ের দুর্নীতিগ্রস্ত এক শ্রেণির অসাধু কর্মকর্তারা এ গেইট নির্মাণের অপচেষ্টা করছে। শত বছরের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের জনস্বার্থ বিরোধী যে কোন অপতৎপরতা চট্টগ্রামবাসী শান্তিপূর্ণভাবে রুখে দিবে।’

প্রেস বার্তা

Facebook Comments Box