চট্টগ্রাম: সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্য স্মারক উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রোজউল করিম চৌধুরী বলেছেন, ‘সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য্য ধ্বংস করে হাসপাতাল তো নয়, ইট পাথরের কোন স্থাপনা গড়ে তুলতে দেয়া হবে না। চট্টগ্রাম নগরীর যেখানেই মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মৃতিময় স্থান রয়েছে, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করে সেখানে ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ সৌধস্মারক গড়ে তোলা হবে।’
সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তাবয়ন না করা সংক্রান্ত নাগরিক সমাজ চট্টগ্রাম মঙ্গলবার (৩ আগস্ট) মেয়রের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণ করে মেয়র এসব কথা বলেন।
রেজাউল করিম আরো বলেন, ‘চট্টগ্রামের নানা জায়গায় ইতিহাস-ঐতিহ্যের অনেক স্মৃতিচিহ্ন আছে। এখানে সিপাহী বিদ্রোহ, বৃটিশ বিরোধী সশস্ত্র লড়াইয়ে মাস্টার দা সূর্য সেনের বিপ্লবী কর্মকাণ্ড, ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং মুক্তিযুদ্ধসহ অনেক কালজয়ী ঘটনা সংঘটিত হয়েছিল। নতুন প্রজন্মের ইতিহাস অন্বেষণ ও জ্ঞান চক্ষু খোলার স্বার্থেই এসব গৌরবদীপ্ত ঐতিহ্যের স্থানগুলো সনাক্ত করে রক্ষণাবেক্ষন করা হবে।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দরদী। তিনি ঐতিহ্য সচেতন ও প্রকৃতি প্রেমী। এ জন্য তিনি সারা বিশ্বে প্রশংসিত ও বরেণ্য। আমরা কিছুতেই তার এ অনন্য স্বীকৃতিকে ম্লান হতে দেব না। একটি অশুভ চক্র নানভাবে সরকার ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর। সিআরবিতে হাসপাতাল নির্মাণ সেই অশুভ তৎপরতারই অংশ।
চসিকের মেয়র আরো বলেন, ‘আমরা হাসপাতাল চাই। তবে সিআরবিতে কোনভাবেই নয়। হাসপাতালের জন্য সিআরবি ছাড়া আরো অনেক বড় পরিসরের জায়গা রয়েছে। চসিকেরও আছে। চাইলে চসিক হাসপাতালের জন্য জায়গা দেবে। কিন্তু তার আগেই আমরা নিশ্চয়তা চাই, সিআবিতে কোন হাসপাতাল নয়। তবে হাসপাতাল হতে হবে সাধারণ মানুষের সেবার জন্য, বিত্তবানদের জন্য নয়।’
নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ডাক্তার একিউএম সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রমূখ।
প্রেস বার্তা