ঢাকা: বরেণ্য গীতিকবি ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির রচয়িতা ফজল-এ-খোদা মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।
রোববার (৪ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে স্ত্রী ও তিন পুত্র রেখে ফজল-এ-খোদা মারা যান।
ফজল-এ-খোদার মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান তার শোক বার্তায় বলেন, `গীতিকার ফজল-এ-খোদা অর্ধশতাব্দী ধরে তার সৃষ্ট অজস্র কালজয়ী গানের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে চিরঞ্জীব হয়ে রয়েছেন।’
খবর পিআিইডির