চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে নবগঠিত চট্টগ্রাম মহানগর শাখা কমিটির অনুমোদন হয়েছে।
কমিটির সভাপতি শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক আবু নাছের রনিকে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষরিত অনুমোদিত কপি হস্তান্তর ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, আজিমুল ইসলাম চৌধুরী, জাফর ইকবাল, ইউসুফ খান, আবছার উদ্দিন অলি, প্রতাপ পাল, মোর্শেদ আলম, পারুল আক্তার বর্ষা, চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা নাজিম আক্তার আমিরী, সহ-সভাপতি মো. নাজমুল শাকের, মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পী।
এ সময় শেখ শফিউল আজম ও আবু নাছের রনি দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় কমিটির কর্মসূচী ও সমপযোগী বিষয় নিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রেস বার্তা