ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের শীতবস্ত্র বিতরণ

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ১০, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: শীতার্ত মানুষের জন্য মানব সেবায় এগিয়ে চলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করেছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে সংগঠনের পক্ষ থেকে খুলশী থানার তুলাতুলীস্থ বাবে রহমত বালিকা এতিম খানায় ও সৈয়দ নাফিস আহম্মদের সহযোগিতায় ঝাউতলার রেল গেইট এলাকার আব্দুল হান্নান সড়কে ‘হোপ ফাউন্ডেশন’ পরিচালিত (সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয়) ‘হোপ স্কুল’র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কপোরেরেশনের আট নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, অর্থ বিষয়ক সম্পাদক অর্পণ কুমার ধর, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসিম আহম্মদ, সহ দপ্তর সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু প্রমুখ।

পবা/এমএ

Facebook Comments Box