চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পরিচালক মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
আবছার উদ্দিন অলির সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি এসএম আজিজ, সহ সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ওসমান সরওয়ার, মো. আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাজমা আক্তার, ইউসুফ খান, এডভোকেট প্রতাপ পাল, সালমা বেগম, শেখ সিরিনুর নিশি, আশরাফ আলী, বর্ষা আক্তার, মঞ্জুর আলম, কবির মোহাম্মদ, শাহ আলম, কহিনুর আক্তার, নাজিম আক্তার আমিরী, তসলিমা আক্তার নিশা প্রমুখ।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিআরবিতে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর হোছাইন কবির।
বক্তারা বলেন, ‘মানবাধিকার রক্ষায় সবার মানসিকতাকে প্রথমে উন্নত করতে হবে। ভাবতে হবে- এ সমাজে সবার সমান অধিকার রয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে, তাহলে সমাজ, রাষ্ট্র ও দেশ এগিয়ে যাবে আগামীর পথে।’
পবাএমএ