ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুপ্রীম কোর্টের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী এইচই ঝালানাথ খানাল। উদ্বোধন করেন সংগঠনের মহাসচিব মৌলানা মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জার্মানের মানবাধিকার সংগঠক ভলকার ইউ ফ্রেডরিক, ভুটানের জেকসন দুকপা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভারতের বিশেষ প্রতিনিধি স্বপ্না সাহা।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাসুম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার।

সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা দেয়া হয়। সম্মেলনে দেশ ও বিদেশ থেকে এক হাজার প্রতিনিধি অংশ নেন।

প্রেস বার্তা

Facebook Comments Box