চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিজয়ের গান ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিবেশ বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভুঁইয়া রাসেল। বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ একেএম ফজলুল হক, ইউসুফ খান, তাইসির রহমান, সাংগঠনিক সম্পাদক পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, অর্থ সম্পাদক জাকিয়া জাহান নিপু, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সহ-সমাজকল্যাণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা, ইকবাল হোসেন, আসিবুর রহমান, মো. মঞ্জুর আলম, প্রমা তাহের, সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. আকরাম হোসেন, মো. ফাহিম, মো. সাজিদ, বজেন্দ্র নাথ ঘোষ, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মিজানুর রহমান বাপ্পী, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার।
অনুষ্ঠানে চার বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিনকে (মরণোত্তর) পক্ষে মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক নেন সৈয়দ নাফিজ উদ্দিন।
আলোচনা সভা শেষে বিজয়ের গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী সোমা মৎসুদ্দি, নাসরিন তমা ও কবি মো. নেছার।