চট্টগ্রাম: সরকারী বিধি-নিষেধ কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ।
সংগঠনের ধারাবাহিক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে বুধবার (৭ জুলাই) এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি লায়ন আব্দুল মান্নান, যুগ্ম- সাধারণ সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, আবছার উদ্দিন অলি, শাহ আলম, এডভোকেট প্রতাপ পাল প্রমুখ।
জাফর ইকবাল বলেন, ‘গত বছর করোনা মহামারি শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী গরীব দুঃস্হদের মাঝে খাদ্যসামগ্রী ও চিকিৎসায় সহায়তাসহ নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্ঠা করে যাচ্ছে। আসুন, সকলের সম্মিলিত প্রয়াসে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনাকালীন এ সংকটে মানুষের পাশে দাঁড়াই।’
প্রেস বার্তা
Facebook Comments Box