ঢাকা: বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, সংগঠনের কো-চেয়ারম্যান ও দৈনিক আমার বার্তার নিউজ এডিটর সৈয়দ রেফাত সিদ্দিকী, বাবুল হোসন, সিরাজুল ইসলাম খান, নজরুল ইসলাম, ইলিয়াস আহমদ।
এ সময় মাহতাব মাজেদ বলেন, ‘১৮ কোটি জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক, বিজয়ের অঙ্গীকার এ শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বিজয় দিবস পালন করেছি।’
প্রেস বার্তা
Facebook Comments Box