ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক কাউন্সিলর মোরশেদের উদ্যোগে ১০ টাকায় সবজি শুলকবহরে

পরম বাংলাদেশ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: প্রতি বছরের ন্যায় এবারের শীতেও সতেজ ও স্বল্পমূল্যে শ্রমজীবী ও নিম্ন-আয়ের মানুষের কাছে শীতকালীন সবজি পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটির শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম।

মাত্র ১০ টাকা কেজি দরে পাঁচ রকমের (ফুলকপি, বাঁধাকপি, শীম, মূলা, বেগুন) এই সবজি কেনার সুযোগ করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে ওয়ার্ডের বাদুরতলা আরকান হাউজিং সোসাইটির সামনে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলবে

কর্মসূচীর উদ্বোধনে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শুলকবহর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, বাদুরতলাস্থ খাজা গরীবেনেওয়াজ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, আরকান হাউজিং সোসাইটির মালিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, নগর যুবলীগ নেতা নুরুল আলম, খোরশেদ আলম, খোরশেদ আলম, আদনানুর রহমানসহ প্রমুখ।

কর্মসূচির উদ্যোক্তা সাবেক কাউন্সিলর মোরশেদ আলম বলেন, ‘চার বছরেরও বেশি সময় ধরে এই ওয়ার্ডের জনসাধারণের সুবিধার্থে ন্যায্য মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি বছর দুয়েক ধরে ভর্তুকি মূল্যে শীতকালীন সবজি বিক্রি কার্যক্রমে নিম্ন আয়ের মানুষদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। স্বল্পমূল্যে এই সবজি তাদের যথেষ্ট সহায়ক হওয়ায় এবারও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি শুরু করেছি।’

তিনি আরো বলেন, ‘এ উদ্যোগের ফলে শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষের সবজি চাহিদার কিছুটা হলেও পূরণ হবে। শুলকবহর ওয়ার্ডের উচ্চ হতে নিম্ন শ্রেণীর প্রতিটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। সেই উপলব্ধি থেকে ব্যতিক্রমী কিছু করার প্রত্যয়ে এ চেষ্টা করছি। এর ফলে সাধারণ মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলবে।’

সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box